কবিতা

শেষ নেই



বিপ্লব ভট্টাচার্য


কোন রাস্তার ধারে এসে মনে হয়, দুদিকের পথ যেন ওইখানে শেষ
আরোহন যদি দুহাতের মাঝে ধরা যায় তবে আকাশটা কাছে হতো বেশ
একগাছ বাগানের ফুলঝাড়, আকাশের নিচে রঙধনু গানে সংলাপে
চারিদিকে কোলাহল, মুখ ঢেকে মাথা নিচু কত লোক এক দুই ভীড় মাপে।

বারোমাসি লোকালের যাত্রীরা সকলেই দিন গোনে রাত গোনে
চালাঘর একফোঁটা, ছাদ ফুটো জল পড়ে চেনা গড় জাল বোনে
একদিন দালানের ছবি ঠিক আঁকা হবে একদিন একঘরে ভাত খাবে
ঝরঝরে পথে এসে হাত নেড়ে আপ গাড়ি ধরে নিয়ে শেয়ালদা চলে যাবে।