স্বার্থপর দুনিয়ায় এক মলাটে ভালোবাসার স্বার্থপূরণের চেষ্টার আরেক নাম কবি।
প্রথমেই বলে রাখা ভাল, "কবি আমাকে ও আমার পুত্রকে নিয়ে এই কাব্যগ্রন্থে কবিতা লিখেছেন বলে বলছি না, কবির এই অদ্ভুত ভাবনার জন্যে ওঁনাকে অন্তরের প্রণাম জানাতেই হয়।"
কবি প্রদীপ কুমার চক্রবর্তী
______________________________
স্বার্থপর এই দুনিয়ায় কে কার জন্য ভাবেন? সময়ই বা কার কত আছে? সবাই আমরা ব্যস্ত নিজেকে নিয়ে, আমরা নিজেরা যে কত মহান, তাই প্রতিপন্ন করতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু কবি প্রদীপ কুমার চক্রবর্ত্তী এদিক দিয়ে একজন ব্যতিক্রমী ব্যক্তি। দীর্ঘ আট বছর ধরে কত বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনের জন্মদিনে, বিবাহবার্ষিকীতে, অন্নপ্রাশনে, পরীক্ষায় ভাল ফল করায় শুভেচ্ছা জানিয়ে তাদের নিয়ে কত কবিতা লিখেছেন তার কোনো ইয়ত্তা নেই। উনি বলেন সংখ্যাটা ১৫০-এরও বেশি। ২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এমনই তাঁর ১২৩টি শুভেচ্ছাবার্তাবাহী কবিতা ও ছড়া নিয়ে 'সারঙ্গ প্রকাশনী' প্রকাশ করেছে তাঁর কাব্যগ্রন্থ 'শুভ নন্দন'।
আজকাল লোকে কবিতা লেখার জন্য কবিদের জড়ো করে, তাদের থেকে টাকা নেয়, তারপর মাছের তেলে মাছ ভেজে তাদের লেখা ছাপায়। বই বেচে পকেট ভারি করে। অপরদিকে এই সত্তর পেরোনো 'যুবক'টি নিজের টাকা খরচ করে দেড়শো জনকে শুভেচ্ছা জানিয়ে, তাদের জন্য কবিতা লিখে, নিজে বই ছাপিয়ে, তা তাদেরই উপহার দিচ্ছেন - এ এক বিরল ঘটনা! এতো বড় হৃদয় কম লোকেরই আছে। আসলে এর পিছনেও আছে একটা স্বার্থ, ভালবাসার স্বার্থ। এই ভালবাসায় বাঁচা, হাসা, কাঁদা আর ভালবাসা বিলিয়ে দেওয়ার কবিতাই তো লেখেন কবি প্রদীপ কুমার চক্রবর্ত্তী, তাঁর একাধিক কাব্যগ্রন্থ পড়লে সেটাই বোঝা যায়।
এই কাব্যগ্রন্থে হাওড়া কলকাতা ও বিদেশে থাকা বহু গুণীজন, তাঁর পরিচিত সংস্কৃতির জগতের বহু মানুষ তথা তাঁর পরিবারের মানুষদের জীবনের কীর্তি, সদর্থক দিকগুলো ছন্দে তালে এতো সুন্দর করে কবি তুলে ধরেছেন যা প্রশংসার দাবী রাখে।
প্রচ্ছদ শিল্পী শ্যামল জানার কাজও বেশ নজর কাড়ে। আর অলংকরণে আমার বড্ড প্রিয় চিত্রশিল্পী সৈকত নায়েক-এর কাজও মন ছুঁয়ে যায়। এরকম ভাবনা নিয়ে এর আগে বাংলা সাহিত্যে কোনো কাজ হয়েছে কিনা আমি জানিনা, তাই এই বিরল কাজে সহায়তা করার জন্য 'সারঙ্গ প্রকাশনী' ও প্রকাশক কবি সাতকর্ণী ঘোষ-কে সাধুবাদ জানাতেই হয়।
মানুষ চলে যাবে - তার কাজ থেকে যাবে। প্রদীপবাবুর এই ভালবাসার স্বার্থে করা কাজটিও থেকে যাবে সকলের মন-পাঠাগারে আজীবন। আপনি এরকমই ভাল কাজ করে যান। আমাদের ভাল মন তৈরির প্রেরণা দিয়ে যান। সুস্থ থাকুন, ভাল থাকুন।
কাব্যগ্রন্থঃ শুভ নন্দন
কবিঃ প্রদীপ কুমার চক্রবর্তী
প্রকাশকঃ সারঙ্গ প্রকাশনী
প্রকাশকালঃ ২৫ জুন, ২০২৩
মুদ্রিত মূল্যঃ ৩০০ টাকা
চিত্রঃ লেখকের কাছ থেকে প্রাপ্ত।