‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
অনন্ত নিভৃতে কাঁদে; মুহূর্তের নেই কোনও শোক;
চোখে তার জল নেই, প্রতিবার তবু মোছে চোখ!
এ সব মায়ার খেলা; তবু সব ছায়ার প্রত্যাশী
ইহজন্ম ঘ্রাণ মুছে পরজন্মে প্রেম মাংসাশী।
শুধু প্রেম? ভালবাসা অনন্ত মুহূর্ত নিয়ে পোড়ে,
সাধনার পালকেরা একা একা স্বপ্নে শুধু ওড়ে।
স্বপ্নের অনন্ত নেই, মুহূর্তের বাঁধনে বন্দিনী
প্রতিটি স্বপ্নের শোক আজ তাই দেহ পসারিণী।
শরীরে শোকের সুখ কীভাবে যে বাজছে নিভৃতে?
নীরবে সে সুর শোনো উষ্ণতম মুহূর্তের শীতে!