‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
পুব আকাশে আগুন হয়ে
জ্বলছে রাঙা মেঘ,
সূর্য আঁকছে একলা রাতে
বাড়ছে তুলির বেগ।
সাতরঙা রং হারিয়ে গেছে
কোন সে অজানায়,
আলোর পাখি গান ভুলে তাই
দূর গগনে চায়।
মেঘদূতেরা আকাশপথে
ছবি আঁকে কই?
লোমশ হাতে ছিন্ন বসন
হাসছে দেখো ওই।
ভিক্ষাপাত্র চূর্ণ করে
আমার জন্মভূমি,
বলছে ডেকে আয়রে খোকা
মায়ের চরণ চুমি।
সূর্য ডাকে এসো আঁকি
এক সমুদ্র ঢেউ,
রংতুলিটা এগিয়ে দেবার
নেই কোথাও কেউ?
বাতাস কাঁদে চুপিসারে
নদীর মাতন কই?
পাহাড় থেকে ঝর্ণা নামে
পাষাণ গলে ওই।
ঢেউয়ের দোলা সাগর পথে
আঁকে না আলপনা,
সত্যি মানুষ কজন আছে
কেবল হাতে গোনা।
সূর্য জানে বহ্নিশিখার
মশাল জ্বেলে কেউ,
নামছে পথে আঁকতে হবে
পাহাড় প্রমাণ ঢেউ।