‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
শীত চলে আসার আগেই
আপনাদের কারো কারো সুপর্ণার কথা
মনে হতে পারে
মনে হওয়া কিছু অস্বাভাবিক নয়
তবে যে যেভাবে হারায়
সে সেভাবেই মনে রাখে
যদি তা হৃদি কথা না-হয় তবুও
যেমন আমার বিন্দু-র কথা মনে হয়
সে হয়তো বিন্দুবাসিনী নয়
কারো কিছু না এসে যেতেই পারে
তবু তার ভুবন না ভোলানো হাসিটি
আমাকে যেভাবে ডুয়ার্সের দিকে নিয়ে যায়
তা আর না-ই বা বললাম।
* লেখক পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা।