অঙ্কুরিত যেদিন প্রথম আমি
আমার চোখে বিশ্বজয়ের হাসি,
বাগানজুড়ে চারপাশেতে দেখি
আলোকমায়ার মনভুলানো রাগ,
আমার প্রেমে পাখির কিচিরমিচির
স্বপ্ন দেখে ভাগ্যহারা চাষী,
আমার শরীর লকলকিয়ে ওঠে
সেই তো আমার প্রথম অনুরাগ।
আমার গতি শুধু আলোর দিকে
আলোই আমার প্রাণের শক্তিধারা,
আলোয় হাঁটে আমার নম্র চরণ
আলোর সাথে আমার নিত্য কথা,
আলোয় ডুবে আমার জ্ঞানের প্রসার
আলোকস্নানে আমার তন্দ্রাহারা
আলোক মেখে আমার অভিজ্ঞতা
সৃষ্টি জুড়ে তাহাই আকুলতা।
অন্ধ মানুষ আলোর তরে কাঙাল
আলোকহীনে তাহার ভিন্ন পথ
আলোক মাঝে দিব্যজ্যোতি যারা
এই পৃথিবী তাদের ভাবনা জুড়ে,
আলোকস্নানে মুগ্ধ সকাল সাঁঝে
আলোকলতাই সবার ভবিষ্যত
আলোকগীতি সেথায় ছন্দ সাজায়
সুরের মায়ায় ভরবে জীবনপুরে।
গ্রীলের ধারে সবুজ কোমল লতা
আলোর তরে বাহিরে পাঠায় হাত
সুখের হাওয়ায় আলতো দোলন লাগে
ফুলগুলি তার আকাশ পানে চায়,
উড়ছে সেথায় রঙিন প্রজাপতি
সে কহে যায়, - চলনা আমার সাথ
বাঁধন পারে ওই যে মুক্ত আকাশ
দেখনা সেথায় নিখিল বিশ্ব ছায়।