কবিতা

নিথর আলোর ছায়া



গৌতম সাহা


উপন্যাসের পৃষ্ঠায় হাত ছুঁয়েছি
হৃদয়ের শব্দটুকু শুনতে।

তোর নিঃশ্বাসে রূপকথার গল্প
আবার নব যৌবনের আমিত্ব নিয়ে
রূপান্তিত হবো পৌরুষে।

যেখানেই থাকিস
আমার ইচ্ছেই
আমার ভালবাসার প্রচ্ছদে বসন্ত মিলন
উৎসুক থাকে প্রতি প্রহর,
ঘুণে ধরা চিলে কোঠায়
লুকানো সমস্ত অজুহাত।

তোর চোখ দিয়ে নদী স্রোত আঁকি,
জীবন
বেঁচে থাকার বর্ষা উঠোন,
অনিদ্রা প্রতিটি অক্ষর মালায়
বিমুখ বিষাদের নহর।

নিথর আলোর ছায়া পড়ে থাকে
বন্ধ জানালার কাছাকাছি,
শিকড় খুঁড়ে এখন তোর স্পর্শ পাই
ঘাড় গুজে চুষে নিই অবহেলা
ভালো থাকিস তুই।

* লেখক নদিয়ার করিমপুরের বাসিন্দা।