কবিতা

তুমি কবি জীবনের



প্রদীপ কুমার চক্রবর্তী


তুমি কবি জীবনের, বোধ ও মননের
তুমি কবি পুরাণের, কখনও ইতিহাসে,
তুমি কবি ছন্দের, আগল ভেঙেছো যত
কখনও চতুর্দশ পদ তাই তো উদ্ভাসে।‌‌

তুমি কবি দম্ভের, আত্ম- বিশ্বাসের
আত্ম বঞ্চনায় ছিলে নাতো সংযত,
তুমি হলে খ্রীষ্টান প্রবাসে করলে বাস
অনর্থ অর্থ-কাঁটা বিঁধেছিল অবিরত।

মেঘনাদে বীরগাথা তুমি কতো দরদী
পুত্রহারা রাবণে ট্রাজেডির শূন্যতা,
কপট মৃত্যু মাঝে হলো সে মহোত্তম
তোমার ভাবনা জুড়ে অলঙ্ঘ্য পূর্ণতা।

প্রবাসে রিক্ততায় পেয়েছো সাগর কণা
অনন্ত ঐশ্বর্য মতো ব্যাপ্ত তোমাকে ঘিরে,
সনেটের বুনোট মাঝে তুমিই ভগীরথ
কৃপণ মহাকাল আশিস দেয়নি শিরে।

তুমি হে মধুসূদন, বাংলার জাগরণে
ছাড়লে পিতার হাত, ভুললে সাগরদাঁড়ি,
অনন্তের দীপ নেভে তোমার কীর্তি পিছে
তোমার সৃষ্টি জ্বলে, কেউ তো যায়নি ছাড়ি।