‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
সরলরেখার মানে অজস্র সুখ
সুখ কোন শব্দ নয়
অর্ধেক আকাশও নয়
আসলে আয়না
পেছনে মাখানো রঙ - লম্বা প্রাচীর
বক্ররেখায় ঘেউ ওৎ পেতে আছে
শিকারির মতো ঠিক চতুর অসুখ।
আয়নায় চেয়ে দ্যাখো পৃথিবীর মুখ।