কবিতা

সরলরেখা



অরুণ ভট্টাচার্য


সরলরেখার মানে অজস্র সুখ
সুখ কোন শব্দ নয়
অর্ধেক আকাশও নয়
আসলে আয়না
পেছনে মাখানো রঙ - লম্বা প্রাচীর
বক্ররেখায় ঘেউ ওৎ পেতে আছে
শিকারির মতো ঠিক চতুর অসুখ।

আয়নায় চেয়ে দ্যাখো পৃথিবীর মুখ।