‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
সেরে ওঠো তুমি, ফিরে এসো এই উপত্যকায় -
রোদ ঝলমল, মিষ্টি বাতাসে, পাখীর শিষে।
অনেক পাহাড়, অরণ্য ঘুরে, তোমার যাত্রাপথে,
সমস্ত আঁধার ভ্রমণ সাঙ্গ করে এসো ফিরে!
আলোর নদী পেরিয়ে এবার দাঁড়াও এসে,
স্বভাব সিদ্ধ শান্ত ভঙ্গিমায়, হেসে হেসে।
ভালবেসো আবার তাকে, যার নামে ফিরে ফিরে
মৃত্যুর কালিমা মুছে দাও বারবার, তোমার দুহাতে।
এতদিনের লড়াই তোমার, মনের মধ্যে মন বেঁধে
সেখান থেকেই শক্তি নিও, নতুন লড়াই লড়তে হবে।
কতদিন তো হারিয়েছ, দুহাত দিয়ে পাঞ্জা কষে,
জীবন তোমার চলবে যেমন আগের মতোই ভালবেসে।
আর যদি হতে চাও ঝরা পাতা, নতুন বসন্তের আগে
তাও ভাল, মুছে তো যাবে না তুমি, জীবনের ধারাপাতে!
এই অমোঘ চরাচরে মিশে যাবে আকাশে বাতাসে।
সমস্ত ধূলিকণায় রয়ে যাবে তোমার নাম, মৃত্যুঞ্জয়ী বলে।