‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
আমি যতই মরমিয়া হই না কেন দুর্ভাগ্যের তকমাটা কিছুতেই পিছু ছাড়ছে না।
সুচারু ঘ্যানঘ্যানানি দিয়ে একটা নব্য পুস্তকও গচাতে পারবোনা কোন কুৎসিত সুন্দরীকে।
আমার আয়ত্ব করা ছলাকলা গুলো ভোঁতা হতে হতে ঘুমিয়ে পড়বে।
কিছুদিনের জন্য ধর্ম পাল্টে প্রফেটের মত আচরন রপ্ত করলেও লিখিত পুস্তকের অসাড় নাড়িভুঁড়ি ও শব্দের কিম্ভূত কোলাহলে কোন অগ্নিনির্বাপক ঘন্টাও দৌড়ে আসবেনা।
আমার ধানসিঁড়ি নেই। বাতিল ট্রাম নেই। কোন দোকানি দশফুট নাইলন দড়িও ধার দেবেনা। শয়তান ও বেইমানদের সাথে ভিড়ে যাওয়ার কোন পোশাক নেই।
এপর্যন্ত প্রকাশকের ৩৬৫টা চমকানো মিশড্ কল ধারন করা মোবাইলটা সীমাহীন শূন্যতার মধ্যে নাক ডেকে ঘুমোচ্ছে।
আমি দিনরাত ডাকিনী-ডাইনির ধ্যানে বুঁদ হতে চেয়েছি যাতে রোমান্টিক ঘরানার রাউলিংয়ের মতো কোন ঈশ্বরীর দেখা পাই।