‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
শুধুমাত্র স্মৃতি রাখার তাগিদে
বৃক্ষ রোপন করে যাই,
জন্মদিনের ক্ষুদ্র প্রচেষ্টা
আর তো কিছু নাই।
জীবন থেকে একটি বছর
হারিয়ে যাওয়া আজ,
গাছ লাগানো সমাজ রক্ষায়
আমার ছোট্ট কাজ।
তাইতো আমার বার্তা রইল
বৃহৎ সমাজ মাঝে,
সুস্থ থাকুক সমাজ জীবন
বৃক্ষরোপণ কাজে।
জন্মদিন সবার জীবনে
আসবে বারংবার,
আনন্দ করে একটি বৃক্ষ
রাখুন ভূমির পর।
খালি হাতে এসেছিলাম
যাবো খালি হাতে,
যাওয়ার আগেই করবো সবুজ
পৃথিবীর মাটিতে।
শ্বাস-প্রশ্বাস মুক্ত বাতাস
ছায়া-শীতলতা
সহস্র পাখির কলকাকলি
সম্পর্ক মধুরতা।
আসুন সকলে একটি গাছ
রোপণ করি নিজে,
স্মৃতি হিসেবে রেখে যাই
এ ধরনীর মাঝে।