কবিতা

অচেনা পথ



বিপ্লব ভট্টাচার্য


অজানা চলেছি বলে ঝুলে পরে আছে দূর দেখা
কলমের তাত যাকে আগুনের মতো ফোটা বলে
সবদিক ভেঙেচুড়ে রক্তাক্ত সঙ্গম পেতে রাখা
কাহিনীকে আতান্তরে দেখা যায় দিনরাত চলে।

যে পথ অচেনা যায় যে পথে অজানা থাকে গল্প
সেপথে চমক যেন বিছিয়ে দুপাশে রাখে ছল
জ্বলে ওঠে অশ্রুমুখ অশান্তি জেগেছে অবিকল্প,
কোথায় গিয়েছে পথ, দু চোখে ভেসেছে খালি জল।

ছেড়ে যায় পথরেখা,লেনদেন গৃহস্থের ঘর
শুকিয়ে গিয়েছে নালা, পায়ের তলায় ফাটা মাটি;
ক্রমশ দুরূহ পথ,বাকী আছে দুরে বালুচর।
দূয়ার কেটেছে পথ, মানুষ চিনেছে তবু খাঁটি -

একটা গ্রহকে মুঠো করে নিজস্ব গ্রহণ যেন বাকী
ছলে বা কৌশলে আঁকা যেকোন অচেনা পথই ফাঁকি।