কবিতা

জিতিয়ে দিই



আবু নাসিফ খলিল (বাংলাদেশ)


হেরে গিয়ে রোজ তোমায় জিতিয়ে দিই
সে এক মধুর প্রতিশোধ
কষ্টের দাগ একলা শুকাই
মেঘেদের ছেঁড়া রোদ।

তোমাকে দিবো না এতটুকু দোষ
মনটা ভাঙার দায়ে
জমা থাক সব না বলা গোপন
গল্পের অধ্যায়ে।

রোদেদের দাগ মুছে যায় জানি
যখন সন্ধ্যা নামে
পৃথিবীর শোক ঢাকা থাকে যেনো
রাত্রির কালো খামে।

স্বপনরা গেছে হারিয়ে কোথাও
পড়ে আছে খাঁচা খালি
ছেঁড়া পালে মাঝি বন্দরে শোনে
ঢেউ ভাঙা হাত তালি।

স্মৃতিদের খালি হাতড়ে বেড়াই
বুকের পাঁজর খুঁড়ে
বার মাস যার ছিল বসবাস
অজানায় গেছে উড়ে।

তুলে রাখি কত গোপন কান্না
তোমাকে হারানো ক্ষত
যন্ত্রণা তোরে পুষে রাখি বুকে
সুখ পাখিটার মতো।