‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
সভ্যতায় একদিন কবিতা হত্যা হবে
বিচার চেয়ে কালি ফুরাবে কলমের
হন্তারকের উল্লাসে ভারি হবে ক্যানভাস
জীবনের দাম কষা হবে স্ফুলিঙ্গের মতো।
সেদিন কাফনের পাতায় লেখা হবে
উন্মাদনার উলঙ্গ হিসাব।
মস্তিষ্ক বিক্রি হবে হকারের ঝোলায়
পথে, ঘাটে, হাটে-বাজারে ও মেলায়।
শত শত বর্ণ বন্দি হবে শব্দ আদায়ের দায়ে।
ছন্দ হবে মূর্ছনাহীন, বাক্য হারাবে আসত্তি
হন্তারক হবে শ্রেষ্ট সময়ের দাবিদার।