কবিতা

প্রতিবিম্ব



দুর্গাদাস মিদ্যা


ঘুম ভেঙে আয়নার সামনে দাঁড়াতেই কেমন অচেনা হয়ে গেলাম।
চোখ দুটো যা গতকালও কত কি দেখেছে ড্যাবড্যাবিয়ে আজ একেবারে অন্ধ।
হাত দুটো এমন নুলো হলো কি করে বোঝার আগেই
দাঁতগুলো খসে পড়ল ঝুরো ঝুরো বরফের মতো।
ঘরের বাইরে বের হয়ে এসে দেখি আমাকে কেউ চিনতে পারছে না।
সবাই ভাবছে এতো জ্যান্ত দুর্গা নয়।
বিকল্প ভাবনায় ঘরময় বিষাদের ছায়া মায়া রূপে
দাঁড়ালো আমার সামনে
অবিকল আমি হয়ে।