‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
প্রত্যেকে প্রত্যেকের হাতে
প্রেমের রাখি পরাই,
কে গো তুমি দুয়ারে দাঁড়ায়ে
ধ্বনি দিচ্ছ জয়বাবা জয়বাবা বলে,এখানে বাবা কেউ নেই
আমাদের কোন ধর্ম নেই সাবধান ধর্মপোকারা ঢুকে পড়বে তোমার হেঁসেলে!
উত্তেজনার রাশ টানো,
ভালোবাসার কথা বলো,
মানুষের কথা বলো,
জীবনের কথা বলো।
আমরা এখনো মরে যাইনি
দাঁড়িয়ে আছি কলম হাতে
প্রতিবাদের ঢাল তলোয়ার নিয়ে ভন্ডদের মুখোশ খুলে দেবার জন্যে!
সন্ধ্যা নদীকে তোমার বেদনার
কথা বলতে বলতে তুমি কান্নায় ডুবে যাচ্ছো জলের অতলে!
এসো মানবতার জয়গান গাই,
এটাই আজকের যুগের বাঁচার
অক্সিজেন সুধা সঞ্জীবনী।
মন্দির নয় মসজিদ নয়
খাবার চাই খাবার শুধু
একমুঠো খাবার,
তবেই ভরবে কোটি কোটি মানুষের ক্ষুধা মন্দাকিনী!