কবিতা

শেষ থেকে শুরু



ভারতী পাল


পাতাঝরার সময় হয়েছে বুঝতে পারি
উপোসী বিষণ্ণতা গ্রাস করে সময়ে সময়ে
নিটোল ক্ষোভগুলো ফেটে পড়ে বুদবুদের মতো
কোনো দাগ রাখে না,
বৃষ্টিফোঁটা হয়ে অজান্তে মিলিয়ে যায়।
ঘন তমসায় হারিয়ে যায় রাতচর গাড়ির হর্ণ
দু একটা বুকফাটা আর্ত চিৎকার, শেষযাত্রা, হরিধ্বনি।
কোথাও একটা চাওয়া তো থাকেই
নিথর শূন্যতাকে ঢাকতে অখন্ড নির্জনতা বুকে চেপে ধরি।
আগুন জ্বলতেই থাকে -
সে আগুন পোড়ায় না
কাঠামো গড়ে তিলোত্তমার।