কবিতা

সময় হয়েছে বুঝতে পারার



তাপস দেবনাথ


শুধু শূন্যের উপর আকাশ রয়েছে...
বিচিত্র সাজসজ্জা।
অহংকারের ক্ষুদ্রতা দিয়ে
মানুষ মাপে তাঁর লজ্জা।
সূর্যোদয়ে লাল ধরণী
রক্তবর্ণ রঙিন...
সবুজের আলোড়নে অবিরত
নয় আবরণবিহীন।
আলগা করছে ভাবছে মহান
আমি আল্লাহ আমি ভগবান
পেছনে লুকিয়ে থাকা শয়তান
নেড়ে দিয়ে কলকাঠি।
সময় হয়েছে বুঝতে পারার
এ কেমন খেলা চলছে
ভালো-মন্দের মাপকাঠিতে
বিচারের দ্বন্দ্ব লড়ছে।