কবিতা

ভাষা দিবস



প্রদীপ কুমার চক্রবর্তী


তোমার জন্য আমার মনে গোলাপ হাসি

তোমার জন্য আমার মনের গভীর কোণে গোলাপ হাসি
তোমার চোখের কাজল নিয়ে সন্ধ্যা সাজায় যত্ন করে,
তোমার শব্দ সৈনিকেরা সব চলেছে যুদ্ধজয়ে
তোমার মুগ্ধ কাঙালপনা ঋদ্ধ করে সোহাগ ভ'রে।

তোমার আকাশ দগ্ধ রাঙা নতুন ভোরের উন্মাদনায়
তোমার বাতাস রুদ্র তেজে ব্যাকুল করে সব হৃদয়ে
তোমার নদীর শুদ্ধ জলে গোপন কথা শাপলা বুকে
তোমার চলার চঞ্চলতায় বিচিত্ররাগ বিশ্বজয়ে।

তোমার মধুর বর্ণমালা হতাশ প্রাণে সঞ্জীবনী
তোমার গানের অঙ্গশোভায় বর্ষা কণ্ঠে মেঘ মল্লার
তোমার ভোরে দীপ্ত কোকিল উচ্ছ্বাসে গায় বাসন্তী রাগ
তোমার সন্ধ্যা আপন করে স্নিগ্ধ মায়ায় নেয় গুরুভার।

তোমার শত্রু বিদেশ ভাষা চাইলো হতে রাজদুলালী
তোমার ক্ষেতের সোনার ফসল সব লুঠে নেয় হিংস্রতায়
তোমার রক্ত উদ্দীপিত লড়াই করে তুফান জোরে
তোমার বুকের পাষাণভারও সব লঘু হয় বিমু্গ্ধতায়।

তোমার জন্য বাংলা মায়ের বিশ্বসভায় গর্বিত মুখ
তোমার জন্য ঊষর মাঠে আকুল কণ্ঠে বসন্ত গান
তোমার জন্য রবীন্দ্রনাথ ও নজরুলের ওই কাব্য কথা
তোমার জন্য জসীমউদ্দীন ও শ্যামসুর এর মুগ্ধ যে প্রাণ।

বাংলা মায়ের রত্নাভরণ সোনার গড়ন ভাষার কূলে
বিশ্বজুড়ে বন্দিত সে মাতৃভাষা সিংহাসনে
রূপসাগরে অচিন সুরে সাধবে তুমি অনন্তকাল
তোমার প্রেমে স্পন্দিত হয় নন্দিত হয় সব মননে।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।