কবিতা

প্রতিদিনের গল্প



অভিজিৎ রায়


প্রতিদিন আমি চিতার আগুনে দেহ
এগিয়ে দিয়েছি ফসিল জন্ম নিতে
প্রতিদিন আমি তোমাদের সন্দেহ
গায়ে মেখে নিই জীবনের সরণিতে।

এই বিষাদের ঘ্রাণটুকু লিখে রাখি,
শব্দ এবং যতিচিহ্নের ভিড়ে
নিজের চিতাতে নিজেকে যখন ডাকি
তখন তুমিও ঠিক বুঝি আসো ফিরে।

ফিরে আসবার এই খেলা, অভিনয়
যতবার দেখি ততই অবাক হই;
ফিরে আসি আর দগ্ধ হবার ভয়
নিয়ে বাঁচি আমি; এইটুকু সঞ্চয়।

প্রতিদিন আমি রিক্ত হয়েছি যত
ততবার একা প্রলেপ খুঁজেছে ক্ষত।