কবিতা

লড়াই



ইন্দ্রজিৎ


কতো পথ পার হয়ে এসেছি,
কতো লড়াই কতো সংগ্রাম,
প্রতিকুল পরিস্থিতি প্রতিদ্বন্দ্বীর হুংকার,
আমার প্রতিদ্বন্দ্বী শুধুই আমি,
আগের আমি থেকে আজকের আমিতে উত্তরণ,
প্রতিদিন হেরে যাবার আশঙ্কা,
দেওয়ালে পিঠ ঠেকে ফের ঘুরে দাঁড়ানো,
তবু হার না মানার অদম্য আকাঙ্খা,
দাঁতে দাঁত চেপে লড়াই করার চেষ্টা,
দিনে দিনে বেড়েছে নিজেকে আরও উন্নত করার তেষ্টা,
কতো বিনিদ্র রজনী করেছি পার,
কথা দিলাম লড়াই শেষে দেখা হবে তোমার আমার।