‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
একটি স্রোতে ভেসে আজ মৃত্যুর প্রপাতে,
কি জানি!
কতোটা জীবন পুড়িয়ে চোখের পলক অশ্রু ঝরায়
এই যে আমি, পাথর বুক গলিয়ে নির্লজ্জতার মাথা খেয়ে ভালোবাসতে নিয়েছি...
মিশিয়ে দিয়ে অতীতের অবিশ্বাসী মুখগুলোর বিশ্বাসঘাতকতা
ভালোবেসে মন্ত্রের মতো স্থির
মানুষ যেভাবে কাঁদে, মানুষ যেভাবে কাঁদায়!
জড়ানো আগুনের রহস্যময় ইচ্ছামৃত্যুও লজ্জা পাবে...
আসন পেতে বসেছি আরাধনায়
প্রীতিভাজনেষু এসো, দেখি আর কতো বেদনায় বিদ্ধ করতে পারো অপাপবিদ্ধ মন!