কবিতা

বিদ্ধ



সুস্মিতা মুখার্জী


একটি স্রোতে ভেসে আজ মৃত্যুর প্রপাতে,
কি জানি!
কতোটা জীবন পুড়িয়ে চোখের পলক অশ্রু ঝরায়
এই যে আমি, পাথর বুক গলিয়ে নির্লজ্জতার মাথা খেয়ে ভালোবাসতে নিয়েছি...
মিশিয়ে দিয়ে অতীতের অবিশ্বাসী মুখগুলোর বিশ্বাসঘাতকতা
ভালোবেসে মন্ত্রের মতো স্থির
মানুষ যেভাবে কাঁদে, মানুষ যেভাবে কাঁদায়!
জড়ানো আগুনের রহস্যময় ইচ্ছামৃত্যুও লজ্জা পাবে...
আসন পেতে বসেছি আরাধনায়
প্রীতিভাজনেষু এসো, দেখি আর কতো বেদনায় বিদ্ধ করতে পারো অপাপবিদ্ধ মন!