অনেক ভীরু স্বপ্নেরা -
তখনো দাঁড়িয়ে ছিলো ছাদের কার্নিশে
হায়েনার হাসি হেসে, তাড়া করেছিল তাকে
আজকের শিক্ষিত সমাজ।
তাই, হঠাৎ মিলিয়ে গেল
প্রস্তুতির সময় না দিয়ে।
মা বাপের হৃদয়গুলি
দুমড়ে মুচড়ে কান্নায় গলিয়ে -
মানুষ আবারও একবার
সই করে দিয়ে দিলো মৃত্যুর সে পরোয়ানা
জীবনের ক্ষয়িষ্ণু দলিলে।
কিছুতেই বাঁচানো গেল না।
কাপুরুষ বলে হলো কি সে কঠিন বিচার।
হোক কাপুরুষ -
তবু তো সে স্বপ্ন
দেখেছিল?
ছিন্নমূল ভালোবাসা নিয়ে
জয়ধ্বনি, দেশপ্রেম, সুদীপ্ত ভাষণ।
হয়তো বা তার,
আরো কিচ্ছু দাবি ছিল পৃথিবীর কাছে -
হয়তো প্রতিষ্ঠা পেতো
কিছু দিত, কিছু নিত
দেওয়া নেওয়া যেমন নিয়ম।
ভদ্রবেশী পশুদের তাড়া খেয়ে খেয়ে
কিছুই হলোনা করা।
আর কতকাল বলো ভুলে যাবে নিষ্ঠুর হৃদয়,
নিভে যাবে কত স্বপ্নদীপ?
চিতার আগুন থেকে উঠবেনা জেগে বরাভয়?
যজ্ঞের সমিধে জন্ম নেবে প্রতিবাদ
হিংস্রতার হবে পরাজয়।