‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
কবে সেই 'ছেলেবেলা' ছেড়ে এসে
আঁকড়ে ধরছি জীবন
ছুটতে ছুটতে এখন হামেশাই মৃত্যু ভয়
হাতের কিনারে
তখন এই চারপাশ মানুষজন
বড্ড ম্রিয়মাণ
আর কত বদলানো যায়
আশ্চর্য আহ্লাদে থাকে কতজন
আমি থাকি গাছ পাখি নিয়ে
অন্য এক উপত্যকায়
চলে যাই অতীত সরণী ধরে
পাশাপাশি দু'জন পুতুলের বিয়ে
খেলনা ভোজের আয়োজন
খোলাংকুচির আদরে তৈরী ঘর
বসবাস ভুলে আহা কি যে মজা
মা ডাকে সান্ধ্য ভোজনে
সাড়া নেই কোনো
মন তো খুশির মৌতাতে
কবে সেই ছেলেবেলা ছেড়ে এসে
মন কাঁদে ফিরে পেতে
হারানো শৈশব।