কবিতা

ফিরে দেখা



ভারতী পাল


বিকেলে রং গুঁড়ো গুঁড়ো হয়ে আঁধারে হয় বিলীন
গন্ধবিধুর বাতাস মিলায়, রবির কিরণ মলিন।
দিনান্তের আলো ক্রমশঃ ফিকে হয়ে আসে
অনুভবী মন পিছু ফিরে চায় জীবন সায়াহ্নে এসে।
যখন একলা লাগে, খুলে বসি অতীতের এ্যালবাম
মেয়েবেলার গন্ধ ফিরে ফিরে আসে অবিরাম।
মস্ত বাড়ির আনাচ-কানাচ, ভাইবোনের খুনসুটি
নিঝুম দুপুর, বিকেল হলেই পেতাম খেলার ছুটি।
মাথার ওপর বাবার হাত, স্নেহমাখা আদরের ডাক
ফিরে আবার পেতাম যদি ফেরিওয়ালার হাঁক!
মেঘলা দিনে ঘরে বসে মুড়িমাখা, গানের লড়াই,
বন্ধু স্বজন, স্কুলের জীবন আর কি কোথাও ফিরে পাই?
ইচ্ছে করে সময়টাকে পাল্টে ফেলি এক নিমেষে
পারছি কোথায়? যুদ্ধটা যে মিলছে গিয়ে সেই আপোষে।