কবিতা

কাল



চিরঞ্জীব হালদার


শব্দের গোঁঙানি শুনে নিদ্রা খানখান
কে তাদের বন্দী করে ক্ষুধার্ত নান।
কে তাদের যৌনদাস বিজয়ীর নেতা
নিয়ে যায় অন্যদেশে সুবর্ণের ক্রেতা।

যত লেখো শব্দ তত চায় সমস্বরে
দেহ যায় স্বর তার পাহাড়ে পাহাড়ে
প্রথম কে ক্রেতা ছিল মহিলার বেনী
এ পুস্তক বেইমানী করেও করেনি।

শব্দ রূপ ধাতুরূপ আর আধুনিকা
কিভাবে বান্ধিবে পাঠে আছে কোন টিকা।
এলিয়ট জানো তুমি কোন ধানে দুধ
মহাকবিতার জলে কত বুদবুদ।

কোন মাঠে শালি ধান কিসে চৌতাল
শব্দের নাগর হাসে, হাসে মহাকাল।