কবিতা

নীল চোখ



অমিত দাস


শুধু দুবেলা ঈশান কোণে দাঁড়িয়ে
রাজার মতো দেখছে নীল চোখ
কালো হরিণীর মতো
সিগনাল না মেনে ছিনিয়ে নিচ্ছে প্রত্নজীব

আমি তো পারিনি
অমীমাংসিত করিডোরে রেখে এসেছি শিকড়
আর আমার জিভের খোলস

স্যাঁতস্যাঁতে দেওয়ালে কারা ছবি এঁকে গেছে
গোঙানির ছবি
পুঁতে গেছে বুড়ো এক অর্কিডের চারা
রেখে গেছে বুনোফুল আর এক খাবলা আবীর

প্রান্তিক শহরের কোন এক দরবারি জাহাজ
সেখানে জমানো শৈশবের বিন্দু বিন্দু রক্ত কণা
গ্রাফকাগজে বলিরেখা টেনে দেয়

মলাটে নাম লেখা নেই কারো
কোনো কারনবশত উধাও সনেট

আমি দেখিনি কিছুই

দেখেছে এক নীল চোখ
ঈশান কোণে দাঁড়িয়ে
রাজার মতো দেখেছে নীল চোখ।