কবিতা

মার্গ



হামিদুল ইসলাম সেখ


ক্রমশ ঢুকে যাচ্ছি গাঢ় ছায়াবৃত্তে
যে ছায়া বেরিয়ে এসেছে আমারই হৃৎপিন্ডের আকাঙ্ক্ষার অন্তর্বাস হতে।
আজ আমি বিদ্ধ ছায়ার আঘাতে!
সৃজনশীল সৃষ্টির হাতে নিজেকে সমর্পণ করে,
আমি ছুটে চলেছি অবিরত
ভুলে যাচ্ছি আমার সৃষ্টিকে, ভুলিয়ে দিচ্ছি সৃষ্টির সৃজনকে।
আলোর মুখোমুখি হতে হবে আবার।
আবার চলতে হবে
চলার শেষ নেই...
তবে চলতে চলতেই শিখে নেওয়া যায়।

আবদ্ধ ছায়াবৃত্ত ভেদ করে যে উপচ্ছায়া চলা শুরু করে,
সেও তো বিলীন হয় আলোতে,
আর সেখানেই আলোর যাত্রা।

আমি শিখে নিলাম...

ছায়াবৃত্ত বিলীন হবে
আলো ধরে রাখবে আলো।