‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
ক্রমশ ঢুকে যাচ্ছি গাঢ় ছায়াবৃত্তে
যে ছায়া বেরিয়ে এসেছে আমারই হৃৎপিন্ডের আকাঙ্ক্ষার অন্তর্বাস হতে।
আজ আমি বিদ্ধ ছায়ার আঘাতে!
সৃজনশীল সৃষ্টির হাতে নিজেকে সমর্পণ করে,
আমি ছুটে চলেছি অবিরত
ভুলে যাচ্ছি আমার সৃষ্টিকে, ভুলিয়ে দিচ্ছি সৃষ্টির সৃজনকে।
আলোর মুখোমুখি হতে হবে আবার।
আবার চলতে হবে
চলার শেষ নেই...
তবে চলতে চলতেই শিখে নেওয়া যায়।
আবদ্ধ ছায়াবৃত্ত ভেদ করে যে উপচ্ছায়া চলা শুরু করে,
সেও তো বিলীন হয় আলোতে,
আর সেখানেই আলোর যাত্রা।
আমি শিখে নিলাম...
ছায়াবৃত্ত বিলীন হবে
আলো ধরে রাখবে আলো।