কবিতা

প্রাক্তন-পত্র



প্রিয়াঙ্কা পালিত


মন খারাপগুলো যেদিন পোস্ট করলে তুমি...
ওরা পৌঁছতে দেরি করেনি, জানো!
তিনহাতের যত বিরাগ
সমসুরে বেহাগে বেজেছিল তারা।

দিনান্তের ঝাপসা চোখে
শ্যাওলা জমে স্তর ধরে, কেন?
ছুঁতে না চাওয়া বেদনাগুলো
অজান্তেই জড়িয়ে ধরে সঙ্গ পেতে।

মন্দবাসা আমার থাকুক
আর কিছুটা মিথ্যে আরোপ, শোনো...
সুখ সামলে রাখতে শিখো, ওরা বড্ড স্পর্শকাতর
অবুঝবেলায় যত্ন মেখে আগলে রেখো নবীনজনে।

সুখ আর বাধ্য - তোমার ঘুটি
চলে সমান আড়াই চালে, যেন -
কিস্তিমাতের রাজা তুমি তবে রাণী হারাও বেচাল ফাঁসে
খেলা ছেড়ে জীবন বাঁচো এবার থেকে প্রতিবারে।

এসব কথা বলে আমার লাভ নেই যদিও
প্রাক্তনের বোঝা এক অ্যাসিড ছিটোনো ক্ষত, মন...
এবার থেকে বাঁধা রেখো অতলান্ত ভ্রমের কাছে,
পথ ভোলা তোমারও দরকার আজ, এবার বাঁচো বেঠিকযাপন।

ইতি
তোমার অ-সুখকারণ।