‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
ধূসর অক্ষরেখায়
প্রেম ক্রমশঃ বিলীন হয়ে
দূরের তারাদের মধ্যে
হারিয়ে যাচ্ছে
অতি গোপনীয়তায়।
নিয়ন আলোয় শস্য গর্ভবতী
ক্ষেত নয়,
শহুরে গলিপথ লুটোপুটি খায়
তাড়নার নেশায়।
সকালের পরাজিত বালিকা
সন্ধ্যায় কঠিন হতে শেখে।
সূর্যাস্তের কোমল আলোয়
তার স্নিগ্ধ চোখের দিকে তাকাও,
অপ্রেমে শূন্যতায় স্বপ্নের জাল কেটে
দুটি তারা শ্বাপদের মতো জ্বলছে
গুহা অভিমুখে।