কবিতা

অবশেষে



শর্বাণী ঘোষ


ধূসর অক্ষরেখায়
প্রেম ক্রমশঃ বিলীন হয়ে
দূরের তারাদের মধ্যে
হারিয়ে যাচ্ছে
অতি গোপনীয়তায়।
নিয়ন আলোয় শস্য গর্ভবতী
ক্ষেত নয়,
শহুরে গলিপথ লুটোপুটি খায়
তাড়নার নেশায়।
সকালের পরাজিত বালিকা
সন্ধ্যায় কঠিন হতে শেখে।
সূর্যাস্তের কোমল আলোয়
তার স্নিগ্ধ চোখের দিকে তাকাও,
অপ্রেমে শূন্যতায় স্বপ্নের জাল কেটে
দুটি তারা শ্বাপদের মতো জ্বলছে
গুহা অভিমুখে।