কবিতা

স্বামী গিরিজাত্মানন্দ



উজ্জ্বল মন্ডল


তব চরণে নিজেরে করি অর্পণ,
সর্বদা মনে রাখি যেন তোমার স্মরণ।
পদ্ম হয়ে ফোটাতে চাই মম হৃদয়
তুমি বিশ্ববিধাতা তুমি দয়াময়।

হে প্রভু, আমি মূর্খ আমি অজ্ঞ
দান করো মোরে জ্ঞানের জ্যোতি,
বসাতে চাই হৃদয়ে তব ধাম
দাও প্রভু মোরে এই সম্মতি।

তব বাক্য কথামৃত
যেন পুষ্প বক্ষে সঞ্চিত অমৃত,
তব সৌন্দর্যে মেতেছে বসন্ত
চারিদিকে মধু উৎসব অনন্ত।

তুমি ছাড়া হে প্রভু
আমি মাতৃহীন অসহায়,
জানিয়ে দিও না মোরে
শেষ বিদায়।

আজ হোক তোমায় নিয়ে কাব্য লেখা,
যেন ছন্দে ছন্দে পাই তোমারে দেখা।
প্রভু, তুমি শব্দের মিল তুমি কাব্যছন্দ,
তুমি স্বপ্ন, তুমিই জগতের আনন্দ।

চিত্রঃ লেখকের কাছ থেকে প্রাপ্ত।