বিবিধ

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা...



অভিজিৎ রায়


প্রতিটি যুদ্ধই বিস্ময়কর। বিশেষ করে নিজের সঙ্গে নিজের যুদ্ধ; প্রাপ্তির সঙ্গে অপ্রাপ্তির যুদ্ধ অথবা তৃপ্তির সঙ্গে অতৃপ্তির। কী চাই আর কী চাই না আমরা জানি না অথবা আমাদের জানাগুলো বদলে যায় সময়ের সাথে সাথে। কখন অর্থ চাই, কখন শান্তি জানি না। জানি না কখন হৃদয় চাই, কখন শরীর। আবার অনেক কিছুই আমরা চাই তার পরিণতির চিন্তা না করে। আমরা লোভ ছাড়তে পারি না অথচ লাভের মুখোশে আড়াল করি লোভকে। আমরা ভিক্ষা করে বাঁচতে চাই অথচ ভিখিরি বলে কেউ ডাকলে সহ্য করতে পারি না। আমাদের জানা আর না জানা, আমাদের পারা আর না পারার মধ্যেই আসলে লুকিয়ে আছে আমাদের দাঁত, নখ। আমরা মূলত দর্শক কিন্তু আমরা ভান করি অভিনেতা, অভিনেত্রীর। আমরা ভাবি, আমরা অভিনয় করতে পারি। কিন্তু ধরা পড়ে যায় আমাদের না জানার পরিধি। আর এইসব মুহূর্তে আমাদের যুদ্ধ শুরু হয় আমাদের সঙ্গে।

যুদ্ধের ফলাফলে একপক্ষ জিতে যায়, অন্যপক্ষ পরাজয়ের জন্য প্রস্তুত থাকে। অথচ এই যুদ্ধ অদ্ভুত। যে জেতে সেইই হেরে যায় সর্বস্ব আর যে হারে সে জিতে যায় সাত রাজার ধন। এই জয় পরাজয়ের খেলা চলতে থাকে অনবরত। ফলাফলের পরেও যে যুদ্ধ থামে না তাকে কি যুদ্ধ বলা চলে? নাকি তাকে আমরা খেলা বলব? জুয়া খেলা!

এ জুয়ায় সর্বস্ব হারিয়ে যে জীবন জিতে যায়, তাকেই মুকাদ্দার কা সিকান্দার বলে লোকে। অথবা বলে বাজিগর।

সবাই জিততে চায়। সবাই হতে চায় বাজিগর কিম্বা মুকাদ্দার কি সিকান্দার। অথচ, কেউ হারতে চায় না। এ খেলায় হার আর জিত পাশাপাশি চলে। না হারলে জীবন জেতা সম্ভব নয়। পেয়ে হারানোর মধ্যেই হারিয়ে পাওয়ার সুর লুকিয়ে থাকে। কে কী পেল আর কে কী হারাল সে সম্বন্ধে সম্যক জ্ঞান থাকা দরকার। কেউ জীবন হারিয়ে সুখী বেঁচে থাকা জিতে যায় আর কেউ সুখী বেঁচে থাকা হারিয়ে শান্তির জীবন নিয়ে উচ্ছ্বসিত হয়ে সুর বাঁধে বসন্তের ঝরা পাতার সরগমে।

সারা বছর ধরে ঋতুর সঙ্গে ঋতুর যুদ্ধ নিয়ে খেলা চলে, সেখানেও একজন জেতে অন্যজন হারে। শান্তি চাই তাই যুদ্ধের কথা থাক। হিসাবের কথা হোক। কী পেলাম আর কী হারালাম এর হিসাব করতে করতে আমি বিস্মিত হয়ে দেখলাম নিজের দিকেই অস্ত্র তাক করেছি আমি। একে কি আত্মহত্যা বলে নাকি হত্যা? এ আলোচনার সারবত্তা কিছু নেই। যেমন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থেকে যুদ্ধক্ষেত্রে কাটিয়ে দেয় সারাটা জীবন, তেমন আমিও শব্দের গোলকধাঁধা রচনা করে নতুন নতুন পথ খুঁজে নিই প্রত্যেকবার। খেলা বদলায় না, খেলার নিয়ম বদলায় না। অথচ প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে জেতার মানসিকতা বদলায় না। শুধু আমি নিজের ফাঁকি পড়ে যাওয়ার ভাবনা থেকে নিজেকে আরও একটু দূরে নিয়ে গিয়ে যুদ্ধ দেখি। দেখি জীবনের খেলার ময়দান।