কবিতা

বসন্ত বাউল



অচিন্ত্য সাহা


বসন্ত বাউল হারিয়ে গেছে
গান ভুলে গেছে সে-ও,
কোকিল কণ্ঠে ওঠে না তো আর
মধুমাখা সেই ঢেউ।
বাতাস কাঁদে না আগের মতো
খোঁজে না প্রাণের দোলা,
নীরব হয়েছে আলোর পাখিরা
হয়েছে আপনভোলা।
চলে গেছে সব সবুজের দল
হারিয়েছে তার ভাষা,
অর্যমা শুধু একাকী দুপুরে
জাগিয়ে তুলেছে আশা।
আমরা কেবল চোখে চেয়ে চেয়ে
নীরবে অশ্রু ঢাকি,
গহন মনের হতাশা জড়িয়ে
আনমনে ছবি আঁকি।
ডাকে না কোকিল তার কুহুরবে
শ্রান্ত ক্লান্ত রব,
মৌষলকাল প্রকৃতির বুকে
আঁধারে লুকিয়ে শব।
সূর্য কেবল প্রখর কিরণে
আঁকছে নতুন ভাষা,
সীমানা পেরিয়ে ফোটাবেই ফুল
জাগাতে প্রাণের আশা।
গাইবে বাউল বসন্ত কোকিল
ব্যাকুল কণ্ঠ দিয়ে,
ক্রোধের আগুনে উঠবেই জ্বলে
আলোকিত পথ নিয়ে।

গ্রাফিক্সঃ গৌরব মুখোপাধ্যায়