কবিতা

বসন্ত উৎসব



পিয়া দাস


এসো বসন্ত উৎসবে চোখ মেলি,
    আবিরে রাঙানো হোলি খেলি।
আছে লজ্জার লাল আর ত্যাগের গেরুয়া,
    আছে আনন্দ জড়িয়ে রঙ আগুন রাঙানিয়া।
আছে সরস প্রাণের সজীব সবুজ,
    আছে মনের কামনা জাগা নীলচে অবুঝ।
আর আছে ভালোবাসা গোলাপী, ইচ্ছে সোনালী,
    স্বপ্ন বেগুনী আছে হলদে খুশি খেয়ালী।
নানা রঙে সযতনে সাজো নিজে আর সাজাও,
    জীবন ও যাপনে এসো সুখ খুঁজে নাও।
শুধু মেখো না নিরাশা আর কলুষিত কালো,
    মোছাবে কে? নেই নিষ্কলুষ আশার শ্বেত আলো!

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।