কবিতা

ছড়াসম্রাট ভবানীপ্রসাদ



প্রদীপ কুমার চক্রবর্তী


কত ছড়া ছবি খেলনা শব্দে
    খেলতো ভবানীপ্রসাদ
যত আছে শিশু ভক্ত তাহার
    গোগ্রাসে পড়ে ছড়া,
নিপুণ ছন্দে আবেগানন্দে
    মেটাতেন শিশু সাধ
তাঁর ছড়া মানে কল কল ছল
    ভুলে যায় শিশু পড়া।

পরিচিত ছবি বাগানের ফুল
    রোজ ফোটে হাসি খুশি
কত রঙ মেখে রামধনু হয়ে
    ভেসে থাকে নীলাকাশে,
তাঁর ছড়াগুলো মজার জাদুতে
    সব দৃষ্টিকে নেয় শুষি
তাঁর ছড়া ফুল উচ্ছল প্রাণ
    মন খুলে শুধু হাসে।

দেশ ও সমাজে কত কি বিষয়
    থরে থরে ছড়া সাজানো,
বিচিত্র সেই খেয়ালি খেলায়
    ছিল না তো কিছু বাদ,
ছড়ার চলনে দৃপ্ত শোভনে
    সাধারণ ঘর গোছানো
থেকে গেল তাঁর কত না ফসল
    তৃপ্ত ভবানীপ্রসাদ।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।