কবিতা

ছেঁড়াপাতার মেয়েবেলা



দীপঙ্কর বিশ্বাস


পাকা ধানের আতর খেলে মাতাল করা নদী
উথাল পাথাল স্রোত মিশে মন কেমনের সুরে;
মাঝি হারা জীবন নিয়ে পানসি ভাসায় যদি
তোকে নিয়ে পথ হারাবো দূরে বহুদূরে।

খেলনা বাড়ি দেব ছাড়ি কিংবা পুতুল বিয়ে
চিঁড়ে মুড়ি কোর্মা পোলাও নেইকো গড়ার নেশা,
রান্না বাটি মাটির হাড়ি কাদার প্রলেপ দিয়ে
নতুন জীবন নতুন মানুষ অন্য মনের দিশা।

ফেলে যাবো জন্মভিটা শিমুল পলাশ ছায়া
শিব গাজনের দালান কোঠায় বান পোড়ানো খেলা,
পথের ধুলোয় মন ভেজানো মেয়েবেলার মায়া
অশ্রু জমে জমাট বাঁধুক ছেড়ে যাবার বেলা।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।