একটা বিশাল রাস্তা জঙ্গল পাহাড় নদী পেরিয়ে আমার যাত্রাসঙ্গী,
কেউ একজন অনুসরণ করছে বুঝলে আঙুল তুলে দেখাই -
চলো, দুর্গম পথ অনেক দূর।
ভীত ক্লান্ত চোখ পড়ে বোঝা যায় - সে পারবে না;
জনসমুদ্রে মিশে যায় তার মেকি বিপ্লবী পতাকার রঙ।
তারপরও রহস্য উন্মোচনে অনুসরণ করলে,
আঙুল তুলে দেখাই -
চলো, পা চালিয়ে, দুর্গম পথ অনেক দূর।
আমার যাত্রাসঙ্গী ক্লান্ত শরীরে রাস্তায় থেমে গেলে,
জঙ্গল পথে দ্রুত ফিরে যায় লোকালয়ে।
অবান্তর বায়না ধরে ছিল বলেই বলেছিলাম -
দ্রুত চলো, দুর্গম পথ, যেতে হবে অনেক দূর।
দ্রুত অতিক্রম করি দুর্গম পথ -
ওই দেখা যায় পাহাড়ের ওপারে আলোর বিচ্ছুরণ।
আমার অবিনশ্বর শরীর এখন প্রতিদিন মৃগনাভির সুবাস ছড়ায়।
সঙ্গীরা সবাই একে একে হারিয়ে গেছে পলাশীর যুদ্ধে,
গন্তব্যে আমি একাই হাঁটি... একদম একা।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।