কবিতা

মাদলে ঘা পড়ছে



সজল শ্যাম


হৃদয়ে অরণ্যভূমি; মাদলে ঘা পড়লে রক্তে লোহিত কণিকারা জেগে ওঠে!
বুকে ভালোবাসার প্রাচীন ক্ষত নিয়ে শিশু বৃক্ষদের বাঁচাবার পুণ্যব্রতে আমি অরণ্যচারী,

নিষ্ঠুর আগ্রাসনে ধ্বংসের স্হাপত্য এঁকে লুপ্ত হয়
কৃষ্ণচূড়া রাধাচূড়া কদম কামিনী,
অরণ্যে হারিয়ে যায় কবিতার স্বরলিপি প্রেম!

বৃষ্টির শাসনকাল এলে আশা জাগে, হারানো তপস্যার ওঙ্কারধ্বনি শুনি,
পান্ডুলিপি নাড়াচাড়া করি জোনাকি আলোয়,
বুকের মধ্যে জাগে মাদলের বজ্রনির্ঘোষ।

আমি আজ বাউল ফকির,
আমার স্বপ্নের পৃথিবীতে বাল্মীকির মহাকাব্যের ভাষায় জাগুক মেঘ-মল্লার,
বৃক্ষ শেকড় পাক নদীর সন্ধান
মুছে যাক মানুষের শোক অভিমান!

চোখ রাঙানো মানুষজনের ভীড়ে সাবধানে পা ফেলি,
জোরে জোরে কথা বলি,
হে পুরবাসী মাদলে ঘা পড়ছে - সাবধান।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।