কবিতা

অভিযান



অমিত কাশ‍্যপ


তখনও ফিকে হয়নি রাস্তাঘাট, রাত নামতে দেরি আছে
কেমন আছেন, প্রশ্ন শুনে মাথা নাড়ি, পরক্ষণেই
কে হতে পারে ভাবতে ভাবতে এগোই
ভাবি কে হতে পারে, আবার পিছিয়ে
তুমি বিপ্লব তো
আমি দীপক, সুব্রতর বন্ধু, মনে পড়ছে।

স্মৃতি ম্লান হয়ে আসে, পায়ে পায়ে অতীত ছুঁয়ে
বলি, আমার ভেতর কোনো দীপক, সুব্রত, বিপ্লব
কোনো আলো ফেলা মুখ নেই
রাত্রি নামিয়ে এনে বলি, নামের কি কোনো মহিমা আছে
একটা কোনো নাম ভাসিয়ে দিয়ে বলি, এই নাও।

সামনে এসে দাঁড়ায়, বলে, কেমন আছেন
মানুষ নয়, স্মৃতি যেন, কোনো এক ভয়ংকর অভিযানের পর।