‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
হঠাৎ করে একটা টুপি আমার এতো ন্যাওটা হয়ে যাবে ভাবিনি।
টুপির রং লাল হতে হবে তার কোনো যুক্তিগ্ৰাহ্য কারণও ছিলনা।
সে অনবরত বায়না ধরেছে পাঁচালী পাঠ করবে।
অবশ্য কোন দেবতার সে সেটা উহ্য রেখেছে।
বলেনি কোন রঙের হারমোনিয়াম তাকে সঙ্গত দেবে।
আমার তুতোবোনের হাড়বজ্জাত বরটাকেও সে বশ করেছে।
তার টাক মাথায় কিছু ল্যাঙ্গুয়েজ গুঁজে স্থির ঠিক যেমন
একজন ওজস্বী মৎস্য শিকারী ফাৎনার থেকে নজর ওঠায়না।
সেই থেকে সেই টেকো বরটা
টুপির জন্মবৃত্তান্ত জানতে নাছোড়।
কোন এক সাবেক গ্ৰন্থাগার এই সব হালহদিশ জানে।
আমার জানা হয়ে ওঠেনি সেই গ্ৰন্থাগারিকের টুপিটা নীল ছিল কিনা।