‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
প্রতিদিন সূর্যমুখি হয়ে ফোটা
তারপর...
লেবুর গন্ধ মিশে যায় সাদা ভাতে।
আলো মেখে আসে সুখ দিতে
সুখের সুন্দরী মুখোশ...
ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে
কাছে আসে।
কত ছোঁয়, ছোঁয়া-ছুঁয়ি হয়
আবার পশ্চিমে ঢলে পড়ে।
আলো নিভে, অন্ধকারে ডুবে যায় সব
কৃত্রিম প্রজননে, আবার আলোয় আলোকিত করে
উদ্ভাসিত হয়ে ওঠে, উল্লসিত হয়ে ওঠে।
তবুও ক্লান্তি শেষে সকলে...
আবারও ভোরের অপেক্ষা করে।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।