‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
একবার ধরে নিতে পারলেই
স্বপ্নকে সহজেই ছোঁয়া যায়।
একবার শিখে নিতে পারলেই
হামা ছেড়ে হাঁটি হাঁটি হাঁটা যায়।
একবার রপ্তটা করলেই
সাইকেলে বনবন ঘোরা যায়
একবার আড়টুকু ভাঙলেই
গলা ছেড়ে গানখানি গাওয়া যায়।
একবার ভালোটুকু ছাঁকলেই
মন্দের বাসাটুকু ভাঙা যায়।
একবার বুলিটুকু ফুটলেই
প্রতিবাদে, প্রেমফুলে ভাসা যায়।
একবার ঢেলাটুকু মারলেই
মৌচাক ছেড়ে মৌমাছি ধায়;
একবার সততায় বাঁচলেই...
হারা-ম্যাচ দাবাড়ুও প্রাণ পায়।
একবার দাঁড়টুকু বাইলেই
ছেঁড়া পালে কষে তরী বাওয়া যায়।
একবার জাদু চোখে তাকালেই
প্রেমহীনে বারে বারে প্রেম পায়।
একবার হারা জেতা বুঝলেই
বোধঘর সূর্যের আলো পায়।
একবার ইশারায় ডাকলেই
মনে-মনে মন-কথা পড়া যায়।