কবিতা

গাছের কথা নয়



অরুণ ভট্টাচার্য


বন্ধু মানে - একটা গাছ

যে গাছের ঝরে না তো পাতা
জেগে থাকে ফুল আর ফল
বন্ধুর বার্ধক্য আসেনা কখনো
খসেনা যে পুরানো বাকল

বন্ধু মানে একটা গাছ
গাছ মানেই জীবন
বন্ধু মানে মৃত্যুহীন - বেঁচে থাকা মন।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।