‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
বন্ধু মানে - একটা গাছ
যে গাছের ঝরে না তো পাতা
জেগে থাকে ফুল আর ফল
বন্ধুর বার্ধক্য আসেনা কখনো
খসেনা যে পুরানো বাকল
বন্ধু মানে একটা গাছ
গাছ মানেই জীবন
বন্ধু মানে মৃত্যুহীন - বেঁচে থাকা মন।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।