কবিতা

মনের কথা



শ্রীলেখা চ্যাটার্জী


দেখি অনেক স্বপ্ন
খেলাঘর গড়ে করি যত্ন
কত ছবি ভাসে মনে
হারায় পরক্ষণে,
আমরা মানুষ রাখি জীবন সাজিয়ে;
কিছু যেন না যায় হারিয়ে।
নীলিমায় উড়ে যায় পাখী - অর্দ্ধবৃত্তাকার,
জানে না কখন ভয়ংকর ঝড়ে হবে ছত্রাকার
তোমার আমার খেলাঘরখানি
রাখব আমরা বুকে করে,
হয়তো একদিন ভেঙ্গে যাবে তাহা
বিধ্বংসী কোনও ঝড়ে।

স্কেচঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।