কবিতা

খোলা চুল



নূর সাহিম রেজা


তোমার বাড়ির পাশে যে নদী আছে,
তোমার বাড়ির গলিতে যে হাওয়া চলে,
এই বসন্ত
শাখা ভরে থাকা শিমুল পলাশ কিংবা
তোমার বাড়ির বোগেনভেলি,
এমনকি ঐ পূর্ণিমার চাঁদ, ফাগুন রাত
সবাই জানে,
সবাই জানে শুধু তুমি ছাড়া

তোমার খোলা চুল, তোমার গহীন চোখ
তোমার হাসি, রঙিন ঠোঁট
আমায় উন্মাদ করে দেয়...

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।