‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
তোমার বাড়ির পাশে যে নদী আছে,
তোমার বাড়ির গলিতে যে হাওয়া চলে,
এই বসন্ত
শাখা ভরে থাকা শিমুল পলাশ কিংবা
তোমার বাড়ির বোগেনভেলি,
এমনকি ঐ পূর্ণিমার চাঁদ, ফাগুন রাত
সবাই জানে,
সবাই জানে শুধু তুমি ছাড়া
তোমার খোলা চুল, তোমার গহীন চোখ
তোমার হাসি, রঙিন ঠোঁট
আমায় উন্মাদ করে দেয়...
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।