কবিতা

প্রেম পাঠ্য নয় কেন



নজমুল হেলাল (বাংলাদেশ)


প্রেম
আতঙ্ক রহিত করে
বৈষম্য বিনাশক আশান্বিত করে
মিলনের মালা গাঁথে
সুখের ছড়ায় সৌরভ
গৌরব বাড়ায় মনুষ্যত্বের
এই জন্যই প্রেমের পাঠশালা নেই
প্রেম পাঠ্য নয় তাই।

তাছাড়া মুনাফা শব্দটার ফাঁসি হয়ে যাবে
বাণিজ্যে মন বসবে না অনেকের
প্রেমের পাগল বেড়ে গেলে বিত্ত বৈভব
আসক্তি হারাবে।

পর শব্দটারও অপমৃত্যু হবে
মানুষ ফিরে পাবে হারানো বন্ধন
প্রেম পাঠ্য নয় ব'লে
বিদেশ আর বর্ডার বেঁচে আছে আজও
হচ্ছে মানুষের পৃথিবীতে
অনাকাঙ্ক্ষিত রক্তপাত।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।