সমাজে এত চালাক মানুষ
চালাকিতে তারা এগিয়ে
ইনিয়ে বিনিয়ে মানুষ ঠকিয়ে
কাজ সারে দিবা-রাতি,
সততার জামা গায়ে আছে যার
সেই থাকে শুধু পিছিয়ে
চালাকিটা যদি তুমি ধরে ফেলো
লেগে যাবে হাতাহাতি।
ঋক বাগদি মাটির সে ছেলে
মা-র কাছে সে তো খোকা
প্রতিদিন শোনে বাবা ঠকে যায়
শুধু বাড়ে অনটন,
গর্বের সাথে স্যারকে বলে
'বড়ো হয়ে হবো বোকা'
চালাকি করে ঠকাবো না আমি
দুঃখই থাক আমরণ।
ঋক তো জানে না পৃথিবীর প্যাঁচ
লড়ে জিতে পাওয়া শর্ত
সততার জুতো মাড়াবে সবাই
তুলোধনা ক'রে দিনরাত,
তুই যদি হোস হদ্দ বোকা
চারপাশে শুধু গর্ত
ঠকবার আগে তুই লড়ে যাবি
সততার জোর তোর সাথ।
চারপাশে যারা সব লুটে খায়
গরীবের দুখে উদাসীন
বোকার বর্ম তুই পরে থাক
নিজের প্রাপ্য নিবি বুঝে,
বাঁচার শর্তে বাঁচনারে ঋক
কখনও হ'স না হীন
ঝড় যদি আসে বুক পেতে দিবি
মানবিনা মুখ বুজে।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।