‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
কথা দিয়ে জগৎ চলে
কথায় ঘটে বিশ্বজয়,
কথার বিষে বিচ্ছেদ ঘটে
আবার, কথায় ঘটে পরিচয়!
দুটি মিষ্টি কথায় মন ভিজে যায়
শান্তি আসে মনের মাঝে,
কথার মধুর আলাদা জাদু
বোঝা যায় সঠিক কাজে!
অক্ষমতার দুর্বলতা
কথার ছলে ঢাকা যায়,
তাতে যদি যুক্তি থাকে
সর্বস্তরে সাড়া পায়!
কথার শক্তি পরম শক্তি
সুখে ও দুখে জড়িয়ে থাকে,
কথা যেমন শত্রু বাড়ায়
কথাই আবার মিত্র ডাকে!
সর্বত্র আজ কথার দাপট
বিদ্ধ করে সকল মন,
একথায় যেমন আতঙ্ক আছে
তেমনি আছে আস্ফালন!
সুখে বাঁচার আশায় মোরা
প্রেমের কথা শুনতে চাই,
সেই কথা আজ হাতের বাইরে
তেমন হৃদয় কোথায় পাই?
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।