‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
ফিরে এসেছিল তরী, থেমেছিল ধীরে
ধ্বনেছিল শঙ্খনাদ বঙ্গভূমি তীরে।
স্বপ্নে দেখেছিলে কবি, প্রিয় বঙ্গমাতা
তিরস্ক্রিয়া কহিছেন, ''উচ্চে তুলি মাথা
আয় ফিরে মোর ক্রোড়ে"। শুনেছিলে বাণী।
জ্বেলেছিলে মাতৃ পদে তব দীপখানি
গভীর শ্রদ্ধায়।
সে কথা ভুলিনি কেহ।
আজও ভাষাজননীর সেই মতো স্নেহ
আমাদের চিত্তমাঝে অকুণ্ঠ ধারায়
বর্ষিত হইয়া চলে বিনা প্রার্থনায়।
অথচ কি মূঢ় মোরা, আজো সেই তরী
নানান ভাষার ঘাটে ঘুরে ঘুরে ভরি
বিচিত্র শব্দরাজি, বিচিত্র বচন,
যেন মোর ভাষা মাতা নিঃস্ব, অকিঞ্চন।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।